Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

ক্র.নং

 সেবার নাম

সেবা পেতে করনীয়

অসুবিধা সমূহ

সীমাবদ্ধতা

আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের বীজ ব্যবহার করে পাট চাষ এবং পাট চাষে উৎপাদন খরচ কমিয়ে,উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

কৃষকদের উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার অফিস বরাবর লিখিত অথবা মৌখিক আবেদন করতে হবে।

  • কৃষকদের শিক্ষা ও কৃষি বিষয়ক পর্যাপ্ত জ্ঞানের অভাব।
  • প্রাথমিক পর্যায়ে উন্নত প্রযুক্তি সমূহ গ্রহণে ঝুঁকি মনে করা।
  • নতুন প্রযুক্তি গ্রহণে অনাগ্রহ।
  • প্রয়োজনীয়  জনবলের  অভাব।

 

উন্নত পদ্ধতিতে পাট পচন ও রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের ব্যবস্থা গ্রহন করে আশের মান উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

কৃষকদের উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার অফিস বরাবর লিখিত অথবা মৌখিক আবেদন করতে হবে।

  • রিবন রেটিং পদ্ধতিপ্রযুক্তি গ্রহণে ঝুঁকি মনে করা।
  • কৃষকদের রিবন রেটিং পদ্ধতিতে বিষয়ক পর্যাপ্ত জ্ঞানের অভাব।

 

 

উন্নত জাতের পাটবীজ, রসায়নিক সার,কীটনাষক ও বীজ বপন যন্ত্র, রিবনারমেশিন, স্প্রেমেশিন প্রদান করা হয় ।

কৃষকদের উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার অফিস বরাবর লিখিত অথবা মৌখিক আবেদন করতে হবে।

  • কৃষকদের উৎসাহ কম।
  • প্রাথমিক পর্যায়ে উন্নত প্রযুক্তি সমূহ গ্রহণে ঝুঁকি মনে করা।
  • পর্যাপ্ত বরাদ্দের স্বল্পতা।

 

 

পাট চাষীদেরকে বিশেষ প্রশিক্ষন প্রদান করা হয়।

কৃষকদের উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার অফিস বরাবর লিখিত অথবা মৌখিক আবেদন করতে হবে।

  • প্রশিক্ষণে অংশ গ্রহণে কৃষকের সময়ের অভাব।
  • প্রশিক্ষণ প্রাপ্ত প্রযুক্তি প্রয়োগে কৃষকের আর্থিক অস্বচ্ছলতা।
  • অপ্রতুল প্রশিক্ষণ ভাতা।
  • কৃষকদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্দের স্বল্পতা।
  • হাতে কলমে শিক্ষাদানে প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রীর স্বল্পতা।

সব ধরনের কৃষক এ সুবিধা পায় না।